অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা পেল ‘আচ্ছা’
ডিসেম্বর ০৬
১৫:২৯
২০২০
সংবাদ বাংলা: অক্সফোর্ড অভিধানে যুক্ত হলো বাংলা শব্দ ‘আচ্ছা’। অভিধানটির দশম সংস্করণে দেশি বা ভারতীয় ইংরেজি শব্দ হিসেবে স্থান পেয়েছে ৩৮৪টি শব্দ। এই শব্দগুলোর একটিই হচ্ছে ‘আচ্ছা’। অক্সফোর্ড আ্যডভান্সড লারনার্স ডিকশনারির ওয়েবসাইটে আচ্ছা শব্দটির দুটি অর্থ দেওয়া হয়েছে।
প্রথমটাতে বলা হয়েছে সম্মতি, গ্রহণ কিংবা বুঝতে পারা অর্থে এটি ব্যবহার হয়। ইংরেজি ‘ওকে’ এবং ‘অলরাইটের’ সমার্থক হিসেবেও বলা হয়েছে। আর দ্বিতীয় সংজ্ঞা অনুসারে এটি বিস্ময়, আনন্দ বোঝাতে ব্যবহারের কথা বলা হয়েছে।
‘আচ্ছা’ ছাড়াও, দেশি শব্দ হিসেবে অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পেয়েছে আব্বা, চাচা, নাটক, চামচা, চুপ এবং কিমার মতো বহুল ব্যবহৃত বেশকিছু শব্দ।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment