অনুমতির আশায় স্বরাষ্ট্রমন্ত্রীর দুয়ারে বিএনপি প্রতিনিধিদল
সংবাদ বাংলা: সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার জন্য পুলিশের অনুমতি না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে বিএনপির একটি প্রতিনিধিদল। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের ওই প্রতিনিধিদলের সদস্যরা মঙ্গলবার বেলা ১১টার আগে আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কক্ষে প্রবেশ করেন। বিএনপির প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হলেন ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ও আলতাফ হোসেন চৌধুরী। তারা দুজনেই বিএনপি আমলে মন্ত্রী ছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিম খানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আছেন নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে। তার মুক্তির দাবিতে বিএনপি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, মানববন্ধন, গণ অনশন, স্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি পেশের মত কর্মসূচি পালন করে আসছে। এছাড়া বিভাগীয় শহরগুলোতে সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ইতোমধ্যে খুলনা ও চট্টগ্রামে সমাবেশ করতে পারলেও রাজধানীতে অনুমতির জন্য তাদের দেনদরবার করতে হচ্ছে।
আওয়ামী লীগ ক্ষমতাসীন আসার পর এই প্রথম কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে বিএনপি নেতারা সচিবালয়ে গেলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রথম গত ২২ ফেব্রুয়ারি এবং পরে ১৯ মার্চ সোহরাওয়ার্দী সমাবেশের অনুমতি চেয়ে মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে সাড়া পায়নি বিএনপি। এরপর সমাবেশের জন্য ২৯ মার্চ নতুন তারিখ ঠিক করে গত ১৯ মার্চ আবারও সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেয় বিএনপি। কিন্তু সে আবেদনেও সাড়া না পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জ্যেষ্ঠ নেতারা এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment