অন্তঃসত্ত্বা প্রধানমন্ত্রী তাতে কী! (ভিডিও)
সংবাদ বাংলা: ৩৭ বছর বয়সী নিউজিল্যান্ডের অবিবাহিত প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। তার মধ্যেই ইউরোপ সফরে গেছেন তিনি। সোমবার থেকে এই সফরে ঠাসা কর্মসূচি জাসিন্দার। ফ্রান্স এবং বার্লিন ঘুরে গতকাল লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দেন তিনি।
গত অক্টোবরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লেবার পার্টির নেত্রী। জানুয়ারিতে তার সন্তান সম্ভবা হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। তারপর থেকে কর্মরত মা হিসেবে রীতিমতো দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। প্যারিসে আর্ডার্ন নিজেই বলেছেন, ‘শুরুর দিনগুলোতে সকালের দিকে বেশ অসুস্থ বোধ করতাম। তখন ব্যাপারটা কেউ জানতই না। এখন পায়ে ব্যথা একটু বেড়েছে, তবে তা কাজকর্মে প্রভাব ফেলছে না।’ জুন মাসে ৬ সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তিনি। ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সন্তানের জন্ম দেন। আর্ডার্ন তালিকায় দ্বিতীয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment