অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রীর গভীর শোক
সেপ্টেম্বর ২৮
২১:১৯
২০২০
সংবাদ বাংলা: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি। উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এক শোকবার্তায় নাহিদ বলেন, দেশের আইন অঙ্গনে মাহবুবে আলমের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি একজন প্রথিতযশা আইনজীবী হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনেক আইনি বিষয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে জাতীয় ভূমিকা রেখেছেন। তিনি একজন বিনয়ী ও সজ্জন মানুষ ছিলেন। আমরা খুবই ঘনিষ্ট ছিলাম। তার সাথে আমার সম্পর্কের অনেক আত্মিক স্মৃতিমুহুর্ত রয়েছে। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment