আধ্যাত্মিকতার টানে গ্ল্যামার দুনিয়া ছেড়েছেন এঁরা
সংবাদ বাংলা: আদতে যেমনটাই হোক, এর চাকচিক্য অদম্যভাবে টেনে ধরে। ঠিক যেমন আগুন টানে পতঙ্গকে। তেমনই এই গ্ল্যামার দুনিয়ার টান। বহু মানুষ এই দুনিয়ার টানে ঘরছাড়া হন। কেউ তারকা হয়ে যান। কেউ আবার হারিয়ে যান। তবে অনেকই রয়েছেন, যাঁরা সফল হয়েও আড়ালে চলে যান। আধ্যাত্মিকতার টানে।
• সানা খান: বিখ্যাত কোরিওগ্রাফার মেলভিস লুইসের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। লকডাউনে খুব অস্থির হয়ে পড়েছিলেন। শান্তি খুঁজে পান ইসলামের বাণীতে। নিজের ধর্মগুরুকে বিয়ে করলেন সদ্য। ইনস্টাগ্রামে বিদায় জানালেন গ্ল্যামার দুনিয়াকে।
• জায়রা ওয়াসিম: ‘দঙ্গল’ ছবিতে হাতেখড়ি। তার পর আর ফিরে তাকাতে হয়নি এই ‘সিক্রেট সুপারস্টার’কে। কিন্তু তৃতীয় ছবি ‘স্কাই ইজ পিঙ্ক মুক্তি পাওয়ার আগে আচমকাই ফেসবুকে ঘোষণা করলেন, সিনেমা জগতকে বিদায় জানাচ্ছেন তিনি। সম্প্রতি ভক্তদের তাঁর ছবি সরিয়ে দেওয়ারও অনুরোধ করেছেন।
• অনু আগরওয়াল: ‘আশিকী’ ছবি তাঁকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল। তার পর বেশ কয়েকটি ছবিতে লিড রোল। তার পর হঠাৎই একদিন বলিউড থেকে বেমালুম গায়েব হয়ে গেলেন এই নায়িকা। পরে জানিয়েছিলেন, আধ্যাত্মিক মার্গে চলতে শুরু করেছিলেন তিনি।
• সোফিয়া হায়াত: রিয়েলিটি শোয়ের তারকা। বিগ বস–এর বিখ্যাত প্রতিযোগী। এক জনের সঙ্গে বাক্দানও সাড়া হয়ে গেছিল। আচমকা সব ছেড়ে ধর্মের পথে হাঁটেন। স্বঘোষিত গুরু নতুন নামও নিয়েছেন। গাইয়া সোফিয়া মাদার।
• মমতা কুলকার্নি: বলিউডের তিন খানের সঙ্গেই কাজ করেছেন। ‘করণ অর্জুন’, ‘চায়না গেট’–এর মতো ছবিতে অভিনয় করেছেন। শুধু যৌনতার প্রতীক হয়েই থাকেননি। নিজের অভিনয় দক্ষতারও প্রমাণ দিয়েছেন। সেই মমতা কুলকার্নি একদিন আধ্যাত্মিকতার টানে বলিউড ছাড়েন।
• বিনোদ খান্না: সাতের দশকে বলিউডের প্রথম সারির হিরোদের অন্যতম। অগুনতি মহিলা ভক্ত। অসংখ্য হিট ছবি। ১৯৭৫ সালে আচমকাই সিনেমা ছেড়ে পাড়ি দেন আমেরিকার ওরেগন। সেখানে ওশোর শিষ্যত্ব গ্রহণ করেন। স্ত্রী, দুই ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। পরে যদিও আবার বলিউডে প্রত্যাগমন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment