আপত্তিকর পোশাক পড়ে বেকায়দায় সোনাক্ষী

সংবাদ বাংলা: ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি লাল রঙের নেটের গাউন পরা ছবি প্রকাশ করেন সোনাক্ষী। ছবিটিতে সোনাক্ষীর শারীরিক অবয়ব ফুটে উঠেছে। আর এতেই ‘দাবাং’ ছবিতে অভিষেক হওয়ার পর রাতারাতি জনপ্রিয়তা ও সফলতা পাওয়া সোনাক্ষী সিনহাকে নিয়ে শুরু হয়েছে ভক্তদের সমালোচনার ঝড়।
সাহসী হওয়ার জন্য একদল নায়িকার প্রশংসা করেছেন, আরেকদল তাঁকে ভারতীয় সংস্কৃতির দোহাই দিয়েছেন। অনেকে আবার এই পোশাককে হলিউড তারকা বেয়ন্সের কন্ডোম পোশাকের সঙ্গে তুলনা করেছেন। মেট গালার রেড কার্পেটে ল্যাটেক্স দিয়ে তৈরি পিচ কালারের গাউন পরে গিয়েছিলেন পপ তারকা। কন্ডোম তৈরির অন্যতম উপকরণ এই ল্যাটেক্স। প্লাস্টিক সাদৃশ্য উপকরণটি দিয়েই নিজের শরীরের প্রত্যেকটি বিভাজিকা রেড কার্পেটে মেলে ধরেছিলেন সুন্দরী গায়িকা। কিন্তু তাতে দর্শকদের মন তো পাওয়া যায়ইনি উলটে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় নেটদুনিয়ায়। রেহাই পেলেন না সোনাক্ষীও। সম্প্রতি শরীরচর্চা করে ওজন কমিয়েছেন সোনাক্ষী। হয়তো ভেবেছিলেন, নিজের এই শরীরী সৌন্দর্যে দর্শকদের মন জয় করবেন। প্রশংসা কিছু মিলেওছে। তবে নিন্দা একটু বেশিই জুটেছে।
সর্বশেষ ছবি ইত্তেফাক ছবিটিসহ সম্প্রতি তার বেশ কিছু ছবি আশানুরূপ সাফল্য পায়নি। ফলে হঠাৎ করেই তার ক্যারিয়ারে ধ্স দেখা দিয়েছে। সমসাময়িক অনেকের বলিউড অবস্থান তার চেয়ে ভালো। তাই হিট ছবি না দিতে পেরে এখন শরীর প্রদর্শন করে সোনাক্ষী আলোচনায় থাকতে চাইছেন বলে অনেকে মন্তব্য করেছেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment