আমিরের ১০০০ কোটি টাকার ‘মহাভারত’

সংবাদ বাংলা: আমিরের ড্রিম প্রজেক্ট মহাভারত। তার বাজেট জানলে চমকে উঠবেন। ১০০০ কোটি টাকা। এত বড় বাজেটের সিনেমা এযাবত বলিউডে হয়নি। আমিরের মহাভারত রেকর্ড বাজেটের টাকা কোথা থেকে আসবে জানলে আরও চমকে উঠবেন। রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি। সম্প্রতি একতা কাপুরর অলটবালাজি এবং ইরোসে টাকা ঢেলেছে রিলায়েন্স। এবার আমিরের মহাভারতে টাকা ঢালবেন মুকেশ আম্বানি। আমির নিজেই ঘনিষ্ঠমহলে সেকথা জানিয়েছেন।
এই মুহূর্তে ঠগস অব হিন্দুস্থানের শ্যুটিং করেছেন আমির। সেটা শেষ হলেই মহাভারত নিয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। মহাভারতে কর্ণের চরিত্র সবচেয়ে পছন্দের হলেও সেই ভূমিকায় নিজেকে মানাবে না বলেই কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে চান আমির। মহাভারতের আরও একটি চরিত্র আমিরের পছন্দ, সেটা অর্জুনের। কিন্তু ফিজিকের কারণে তাতেই মানবে না বলে মনে করেন আমির। তবে আম্বানিদের সঙ্গে এটাই হবে আমিরের প্রথম যৌথ প্রযোজনা।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment