আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে লঙ্কাকাণ্ড
সংবাদ বাংলা: ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে আসা আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো আর জোভান্নি লো সেলসো কোয়ারেন্টাইন শর্ত মানেননি। তাই আজ ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের খেলতে না দেওয়ার সুপারিশ করেন দেশটির স্বাস্থ্য কর্তারা।
তবে শেষমেশ তাদের নিয়েই দল সাজিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শুরুও হয়ে গিয়েছিল ব্রাজিলের সাও পাওলোতে। খেলা শুরুর পর চলল মিনিট পাঁচেক। এরপরই নাটকীয় এক ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী। খেলার মাঝপথে হঠাৎ ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে মাঠে ঢুকে পড়েন ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার ফুটবলারকে ধরতে।
এসময় তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক হয় আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তাদের। হাতাহাতিও হয় কিছুটা। ঝামেলায় শেষ অবধি মাঠই ছেড়ে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবলাররা।
পরে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনিকে দেখা গেছে মাঠে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে। তাতে খুব একটা লাভ হয়নি। এই কাণ্ডে জন্য ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছ।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment