আহা! আবদার বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল ভারতের
সংবাদ বাংলা: ১৯৭১ সালে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়কে ভারতের জন্য একটি বড় ভুল আখ্যা দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা শিলাদিত্য দেব। আসামের হোজাই জেলার এই বিধায়ক মনে করেন, স্বাধীনতার পরই দেশটিকে ভারতের অন্তর্ভুক্ত করা উচিত ছিল। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার আসামের নাগাঁও শহরে স্থানীয় একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আসামের এই বিধায়ক বলেন, ‘পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে সৃষ্ট নতুন বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত না করে ইন্দিরা গান্ধী (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) ও তার কংগ্রেস সরকার বড় ধরনের ভুল। আসলে বাংলাদেশের অভ্যুদয়ই ছিল একটা বড় ভুল ছিল। কিন্তু বাংলাদেশকে ভারতের অঙ্গীভূত করার মধ্য দিয়ে এই ভুল শোধরানো সম্ভব ছিল।’
দ্য টাইমস অব ইন্ডিয়া’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে শিলাদিত্য শিলাদিত্য দেব তার ওই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, প্রতিবেশী দেশ থেকে ‘মুসলিম অভিবাসীদের’ ঢলের কারণে আসামের জনবিন্যাস পাল্টে গেছে। বাংলাদেশের অভ্যুদয় না ঘটলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment