আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের বিপক্ষে আন্দোলন ভুল ছিল
সংবাদ বাংলা: আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের বিপক্ষে আন্দোলন করা ভুল ছিল বলে স্বীকার করেছেন বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে যুক্তফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মাহি বি চৌধুরী বলেন, আমার এলাকা শ্রীনগরের আড়িয়াল বিলে একটি বিমানবন্দর করার কথা ছিল। মানুষকে ভুল বুঝিয়ে, ভুল তথ্য দিয়ে এটার বিরুদ্ধে একটা আন্দোলন করা হয়েছিল। আজকে আমাদের এলাকার মানুষ ভুলটি বুঝতে পেরেছেন। তারা জেনেছেন, তথ্যটি সঠিক ছিল না। জাপানের যে কোম্পানিকে কাজটি দেওয়া হয়েছিল, তারা পুরো বাংলাদেশ ঘুরে শেষমেশ আড়িয়াল বিলের চেয়ে সেরা জায়গা আর কোনোটা পায়নি। আমরা স্বীকার করছি, আমাদের আন্দোলনটা ভুল ছিল। আমাদের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আড়িয়াল বিলে বিমানবন্দর হলে দেশের জন্য মঙ্গল হবে।
সভায় উপস্থিত ছিলেন বিকল্পধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব এমএ মান্নান, শমসের মবিন চৌধুরী প্রমুখ।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment