ইউজিসির ১৩তম চেয়ারম্যান হিসেবে ড. কাজী শহীদুল্লাহর যোগদান
সংবাদ বাংলা: অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১৩তম চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। আগামী চার বছরের জন্য ইউজিসির চেয়ারম্যান পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী শহীদুল্লাহকে নিয়োগ দেয় সরকার।
দায়িত্ব হস্তান্তরকালে অধ্যাপক ইউসুফ আলী মোল্লা বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা-গবেষণা এবং ইউজিসির সামগ্রিক কার্যক্রম বেগবান হবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, তাঁর মূল চ্যালেঞ্জ হবে দেশে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করা। একই সাথে গবেষণার সংখ্যা ও মান বৃদ্ধি করা। তিনি আরও বলেন, সরকারের নিয়ম নীতি মেনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি প্রতিষ্ঠান ইউজিসিকে পরিচালনা করা তার দায়িত্ব। তিনি ইউজিসির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম-শৃঙ্খলা ও বিধিবিধান মেনে সততা-নিষ্ঠার সাথে দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন, অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ এবং ইউজিসির বিভাগীয় প্রধানরা।
উল্লেখ্য, গত ৭ মে চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান নিয়োগের মেয়াদ শেষ হয়। ২০১৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নানকে ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছিল। পরে গত ৮ মে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন কমিশনের জ্যেষ্ঠতম সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment