ইউটিউবে অংক শিখিয়ে বিশ্বব্যাপী তারকা খ্যাতি
সংবাদ বাংলা: ইউটিউবে অংক শেখানোর ক্লাস নেয়ার ভিডিও ছেড়ে সারা দুনিয়ায় তারকা-খ্যাতি পেয়েছেন একজন অস্ট্রেলিয়া গণিত শিক্ষক। এডি উ নামে এই শিক্ষকের ছাত্রছাত্রীদের অংক শেখানোর প্রাণবন্ত পদ্ধতির ভক্ত হয়ে উঠেছেন অনেকেই। তার এই ভিডিওগুলো পাওয়া যাচ্ছে ইউটিউবে এবং এ জন্য অস্ট্রেলিয়ার লোকাল হিরো পুরস্কারও পেয়েছেন তিনি।আর সম্প্রতি শিক্ষকদের জন্য একটি বৈশ্বিক পুরস্কারের চূড়ান্ত পর্বে মনোনয়নও পেয়েছিলেন। এরপর এডি উ পরিণত হয়েছেন ইউটিউবের সবচেয়ে বিখ্যাত অংকের শিক্ষকে।
তিনি সিডনির একটি হাইস্কুলে অংকের প্রধান শিক্ষক। তিনি বলছিলেন, ভিডিওতে তার কথা শুনে এমন লোকও আছে যারা ভাবেন যে এই এশিয়ান লোকটা কে? আমি দেখাতে চাই যে গণিত জিনিসটা সবাই বুঝতে পারবে, এর ভেতরে ঢুকতে পারে। অনেকে আমার ইংরেজির অস্ট্রেলিয়ান টান ভালো করে বুঝতে পারে না, বলছিলেন তিনি।
এডি উ জানান, তিনি প্রথম যখন এসব ভিডিও তৈরি করতে শুরু করেছিলেন, তখন সেগুলো ছিল একজন মাত্র ছাত্রের জন্য। ছত্রিটি তখন খুবই অসুস্থ ছিল। অনেকগুলো ক্লাসে উপস্থিত থাকতে পারে নি। তার জন্যই তিনি ভিডিওগুলো তৈরি করেছিলেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment