ইলিশে বৈশাখী উত্তাপ
সংবাদ বাংলা: বাংলা বর্ষ বরণে বাঙালি ঐতিহ্যে পান্তা-ইলিশের উপস্থিতি নেই। কিন্তু শহুরে সংস্কৃতিতে এর অনুপ্রবেশ ঘটায় এখন ইলিশের মূল্যবৃদ্ধিই যেন বৈশাখের আগমনী বার্তা শোনায়। ফলে বৈশাখ আসতে দুই সপ্তাহ বাকি থাকলেও ইলিশের বাজারে এখনই বৈশাখের উত্তাপ। অনেকেই বৈশাখের প্রথম দিনে ইলিশের স্বাদ নিতে আগেভাগেই কিনে রেখেছেন ফ্রিজে। আর যারা এখনো কাঙ্ক্ষিত ইলিশ কিনতে পারেনি পকেট হাজার টাকার নোট নিয়ে বাজারে ছুটেছেন। ৭৫০-৮০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিটি বিক্রি হচ্ছে দেড় হাজার টাকায়, আর এক কেজি ওজনের ইলিশ প্রতিটি বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা।
রাজধানীর যাত্রাবাড়ী ও কাওরান বাজারে ঘুরে সংবাদ বাংলা’র পাঠকদের জন্য ফটো প্রতিবেদন তুলে ধরছেন শেখ ফেরদৌস।
যাত্রাবাড়ী মাছের আড়তে ছোট-বড় ইলিশ আলাদা করছেন মাছ বিক্রেতা। ছবি: শেখ ফেরদৌস
বিক্রির জন্য এবার প্রস্তুত বৈশাখীর প্রধান আকর্ষণ ইলিশ মাছ। ছবি: শেখ ফেরদৌস
চলছে দরদাম। ছবি: শেখ ফেরদৌস
হাজার টাকায় হবে না। দিতে হবে আরো…… বিক্রেতার এমন আবদারে পকেট খালি ক্রেতার। ছবি: শেখ ফেরদৌস
There are no comments at the moment, do you want to add one?
Write a comment