ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সংবাদ বাংলা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। আজ সোমবার ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন।
এর পর প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা’ রচিত ২৬ টি বইয়ের প্রদর্শনী উদ্বোধন করেন। অনুষ্ঠানে শেখ হাসিনা রচিত ‘সবুজ মাঠ পেরিয়ে’ বইয়ের সুন্দরবন থেকে হিমালয় প্রবন্ধ পাঠ এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের নির্বাচিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘লাল সবুজ পতাকা’ এর নির্বাচিত অংশের প্রদর্শনী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানের পরিবেশনা, দেশত্ববোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে কাজ করতে হবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment