ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল
সংবাদ বাংলা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর।
আলোচনা সভায় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক। শোক সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আবু হানিফা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহ্মাদ, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব ছিদ্দিকুর রহমান ভূঁঞা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আবদুল খালেক, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন, সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, স্বাধীনতা সংগ্রামের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন দর্শন, তাঁর দেশপ্রেম এবং স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা শুধু ক্ষমতা বদলের উদ্দেশেই কিন্তু হয়নি। বরং একটি আদর্শকে এবং একটি রাষ্ট্রকে হত্যা করাই ছিলো এ নৃশংস হত্যাকান্ডের মূল উদ্দেশ্য। ষড়যন্তকারীরা সফল হয়নি। ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা ধারকদের বিরুদ্ধে অবস্থানকারীরা সফল হবে না। আমাদেরকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা ধারায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুত্রে গাঁথা।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment