ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
নভেম্বর ০৪
১৪:৩৮
২০২০
সংবাদ বাংলা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা, নাতে রাসুল (সা.) এর আসর, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) আখেরী নবী। তার প্রমান হলো, তাঁর পর পৃথিবীতে আর কোন নবী আসেনি। আল-কুরআনের পর আর কোন আসমানী গ্রন্থ নাযীল হয়নি। রসুলের আদর্শ হলো জাতিভেদ, বর্ণভেদ, সাম্প্রদায়িকতা ইত্যাদি ভুলে উদারতা ও সহমর্মিতা সকলে মিলেমিশে সুন্দর জীবন যাপন করা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এস. মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব এস. এম. এহসান কবীর।
অনুষ্ঠানে হামদ ও নাতে রসুল (সা.) পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ও মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও জনাব ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো. জিয়াউর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment