ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভিসির পুষ্পস্তবক অর্পণ
ফেব্রুয়ারি ২১
২২:৪৭
২০২১
সংবাদ বাংলা: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন।
পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, আমরা নিজেদের প্রাণের চেয়েও আমাদের মাতৃভাষাকে বেশী ভালোবাসি। ভালোবাসি এদেশকে। তারই প্রমাণ ২১ ফেব্রুয়ারি। বাংলা ভাষা বিশ্বব্যাপী সমাদৃত।
আরো বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. গাউসুল আজম, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এস. মাহমুদ।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment