ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার এস.এম এহসান কবীর
সংবাদ বাংলা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার হিসেবে এস.এম এহসান কবীর যোগদান করেছেন। এরআগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ১১ এপ্রিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তাকে চার বছরের জন্য ট্রেজারার হিসেবে নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে ট্রেজারার ক্যাম্পাসে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য বলেন, ট্রেজারার যোগদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নতুন গতি সঞ্চারিত হয়েছে। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ট্রেজারার এস.এম এহসান কবীর বলেন, সকলকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে আরো উন্নতির দিকে নিতে সকলকে সঙ্গে নিয়ে টিম ওয়ার্কে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. রোশন খান, পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দীকী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. রেজাউল করিম, পরিচালক (অর্থ ও হিসাব) সিদ্দিকুর রহমান ভূঁইয়া, উপ-রেজিস্ট্রার ড. এম. আবু হানিফা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আবদুল খালেক, সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. জিয়াউর রহমান প্রমুখ।
বক্তব্য রাখছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ
বক্তব্য রাখছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে এস.এম এহসান কবীর
There are no comments at the moment, do you want to add one?
Write a comment