ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল ১ম ও ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
সংবাদ বাংলা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল প্রথম ও দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফাজিল পাস প্রথম বর্ষ পরীক্ষায় ৪৩ হাজার ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ন হয়েছে ৩৯ হাজার ৭৫১ জন। পাসের হার ৯১ দশমিক ৮৪ শতাংশ। আর দ্বিতীয় বর্ষে ৩৩ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৮৩২ জন।এতে পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ। পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://iau.edu.bd) পাওয়া যাবে।
বৃহস্পতিবার বেলা ৩টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফাজিল পাস প্রথম ও দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সকলকে স্ব-স্ব ক্ষেত্রে মেধা ও যোগ্যতা মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আহ্বান জানান। অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করায় সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কোনো সেশনজট থাকবে না। স্বল্প সময়ের মধ্যে যাতে পরীক্ষার ফলাফল প্রকাশ পায় সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ নিরলস কাজ করে যাচ্ছেন।
পরীক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস.এম এহসান কবীর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. রোশন খান, পরিদর্শক (ভারপ্রাপ্ত), প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দীকী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), মো. রেজাউল করিম, পরিচালক (অর্থ ও হিসাব), সিদ্দিকুর রহমান ভূঁইয়া, উপ-রেজিস্ট্রার, ড. এম. আবু হানিফা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আবদুল খালেক, সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, মো. জিয়াউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ফাজিল প্রথম বর্ষ পরীক্ষা শুরু হয়ে ৮ জানুয়ারি শেষ হয়। ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা গত বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ১৭ জানুয়ারি শেষ হয়েছিল।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment