ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
আগস্ট ১৫
২০:৫৩
২০১৯
সংবাদ বাংলা: যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভিসি (রুটিন দায়িত্ব) এস.এম এহসান কবীর। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এম আবু হানিফা, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment