উন্নয়নশীল দেশের স্বীকৃতিতে বর্ণিল শোভাযাত্রা
সংবাদ বাংলা: উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের স্বীকৃতির উৎসবে যোগ দিতে বর্ণিল শোভাযাত্রায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পৌঁছাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারের ৫৭টি মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শোভাযাত্রা নিয়ে রওনা হয়ে নয়টি স্থানে সমবেত হন। পরে সবাই রওনা হন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দিকে। সেখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক উৎসব। সরকার প্রধান শেখ হাসিনাও যোগ দেবেন ওই অনুষ্ঠানে। এই উদযাপনের দিনে সকালে থেকেই সচিবালয়ে ছিল প্রায় ছুটির আমেজ। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেশিরভাগই এদিন সচিবালয়ে আসেননি।
দুপুরের আগেই টুপি-টিশার্ট পরে শোভাযাত্রার প্রস্ততি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। বিকাল ৩টার দিকে সচিবালয় ও বিভিন্ন দপ্তর থেকে নয়টি পথে রওনা হতে শুরু করেন। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ লেখা সবুজ-লাল টিশার্ট এবং একেক মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ একেক রংয়ের টুপি পরে শোভাযাত্রায় যোগ দেন তারা। প্রায় সব দলের সামনে ছিল ব্যান্ড বাদকের দল। কোনো কোনো দল এগিয়েছে বর্ণিল সাজে নেচে, গেয়ে। কোনো কোনো দলে ছিল হাতি, ঘোড়া, বিশাল আকৃতির নৌকা।
মাথাপিছু আয়, মানবোন্নয়ন সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের ভিত্তিতে তিন বছর পর পর স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের আবেদন পর্যালোচনা করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। একটি দেশের মাথাপিছু আয় কমপক্ষে ১২৩০ ডলার, মানবোন্নয়ন সূচকে স্কোর ৬৬ বা তার বেশি এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে স্কোর ৩২ বা তার কম হলে সেই দেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতির যোগ্য বিবেচনা করা হয়। বাংলাদেশের মাথাপিছু আয় ১২৭১ ডলার, মানবোন্নয়ন সূচকের স্কোর ৭২.৯ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে স্কোর ২৪.৮ হওয়ায় বাংলাদেশ এ স্বীকৃতি পেয়েছে। ১৯৭৫ সালে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির পর বাংলাদেশ এবারই প্রথম তিনটি সূচকে প্রয়োজনীয় শর্ত পূরণে সক্ষম হয়েছে। ২০২১ সালে সিডিপির ত্রি-বার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ যদি আবারও এ মানদণ্ডগুলোর কমপক্ষে দুটি পূরণ করতে পারে, সিডিপি তখন বাংলাদেশের উত্তরণের জন্য সুপারিশ করবে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল তা অনুমোদন করে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠাবে। তিন বছর পর ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment