এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে
সংবাদ বাংলা: উচ্চ মাধ্যমিকের ফলাফলে সবগুলো শিক্ষা বোর্ডে পাসের হার ও মেধার সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। এবারের পরীক্ষায় অংশ নেয় ছাত্র ৭ লাখ ৩ হাজার ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৬২৯ জন। মোট অংশ নেওয়া ছাত্রের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৫৭৬ জন, যা শতকরা হিসেবে ৩ দশমিক ৫০ শতাংশ। ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭১০ জন, যা ৩ দশমিক ৫৮ শতাংশ। এবার পরীক্ষায় ৫ লাখ ৩ হাজার ৮২৮ জন ছাত্র পাস করেছে, যা শতকরা হিসেবে ৭১ দশমিক ৬৭ শতাংশ। আর ছাত্রীদের মধ্যে ৪ লাখ ৮৪ হাজার ৩৪৪ জন পাস করেছে, যা ৭৬ দশমিক ৪৪ শতাংশ।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবার গড় পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। গতবার গড় পাসের হার ছিল ৬৪ দশমিক ৫৫ শতাংশ। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলো ২৫ হাজার ৫৬২ জন। অন্যদিকে, এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় গড় পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৪৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন। এ ছাড়া দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, আবুধাবি, দুবাই, বাহরাইন, ত্রিপোলি ও দোহা এই আটটি কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেছে ২৭০ জন শিক্ষার্থী। এ বছর বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৪ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী। বেশ কয়েক বছর ধরে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ফাঁস হলেও এবার প্রশ্ন ফাঁসের কোনো ধরনের অভিযোগ ছাড়াই উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা শেষ হয়। ফল প্রকাশের জন্য নির্ধারিত ৬০ দিন সময়ের মধ্যে ৫৫তম দিনে ফল প্রকাশ করা হয়। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আনন্দের ধারা বয়ে যায় সারাদেশে। ফল সংগ্রহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কুলগুলোতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ভিড় জমায়। ছাত্রছাত্রীরা তাদের অভিভাবক, আত্মীয়স্বজনদের জড়িয়ে ধরে নাচতে শুরু করে। পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই মিষ্টির দোকানগুলোতে মিষ্টি কেনার ধুম লেগে যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাড়াও বিপুলসংখ্যক শিক্ষার্থী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জেনে নেয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment