এইচএসসিতে প্রশ্ন ফাঁস ঠেকাতে অ্যাকশনে সরকার
সংবাদ বাংলা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে। এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেবে। গত কয়েক বছর ধরে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়া শিক্ষা মন্ত্রণালয় প্রশ্নপত্রের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এদিকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন দেয়া হয়েছে। ফেসবুকের বিভিন্ন পেইজে পরীক্ষার দিন সকালে প্রশ্ন ফাঁস করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর দেয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের গুজবের ফাঁদে না পরার আহŸান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। ৩০ মিটির পরে যারা ঢুকতে চাইবে তাদের নাম রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার তালিকাভ‚ক্ত করে রাখা হবে। কোন শিক্ষার্থী বার বার দেরি করলে তাকে দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে পরীক্ষা দিতে দেয়া হবে না। এমনকি তাকে আটক করা হতে পারে। পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে এবং স্থানীয় প্রশাসনকে তা কঠোরভাবে কার্যকর করার নির্দেশনা দেয়া হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহভাজন লেনদেন হলে থানায় জানাতে হবে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment