এইচএসসিতে সময় কমেছে ৭ দিন: পরীক্ষা শুরু ১ এপ্রিল
সংবাদ বাংলা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষা চলবে আগামী ৪ মে পর্যন্ত। এইচএসসির ব্যবহারিক পরীক্ষা ৫ থেকে ১৩ মের মধ্যে অনুষ্ঠিত হবে। বুধবার ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।
এবার পরীক্ষায় সাত দিন কমানো হয়েছে। ২০১৯ সালের এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা হয়েছিল ১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে গিয়ে আসন গ্রহণ করতে হবে। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা ও বিকালের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রাম ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মেবাইল ফোন আনতে পারবে না।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment