এক বেলা আহার প্রতিবন্ধী ও শ্রমজীবি ১১০টি পরিবারকে খাদ্যসামগ্রি বিতরণ
সংবাদ বাংলা: প্রতিবন্ধী ও শ্রমজীবি ১১০টি পরিবারকে ১০ দিনের বাজার করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক বেলা আহার’। এরমধ্যে ছিল চাল ১৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৫ কেজি, পেয়াঁজ ১ কেজি, চিনি আধা কেজি, লবন ১ কেজি, সেমাই ১ কেজি, ১ লিটার সোয়াবিন তেল। শুক্রবার সাভারের চাপাইন ও কলমা এলাকায় (সি,আর,পি হসপিটালের পিছনে) প্রতিবন্ধী ও শ্রমজীবি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রি বিতরণ করা হয়।এক বেলা আহারের সমন্বয়কারী মোহাম্মদ রেদওয়ান আতিক বলেন, আমরা খুবই স্বল্প পরিসরে অল্পকিছু মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছি। এই রমজান মাসে ১১০টি পরিবারের পাশে থাকার সমান্য চেষ্টা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে অনেকেই কষ্টে রয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এজন্য আমাদের বন্ধু-বান্ধবসহ অনেকে সহায়তার হাত বাড়িয়েছেন।এ সময় আরও উপস্থিত ছিলেন ভারটেক্স স্টক অ্যান্ড সিকিউরিটিজের হেড অফ ইনিস্টিউট সেলের মো. মাসুদ উদ্দিন, বেক্সিমকোর আবদুল মতিন, বাংলাটেল গ্রুপের মো. যুবায়ের আতিক, এশিয়া এয়ারকন পরিবহনের মো. বোরহান উদ্দিন মুরাদ, আজগর আলী হসপিটালের মো. আশরাফ (শাহিন), এস,আর ইলেকট্রনিকসের গোলাম কায়সার রহমান (আদর)।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment