এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন ছাড়
এপ্রিল ২৪
১৭:১৯
২০১৮
সংবাদ বাংলা: বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের (এমপিও) টাকা ছাড় করা হয়েছে। আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) মো. শফিকুল ইসলাম সিদ্দিকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাউশি জানিয়েছে, আগামী ১০ মে নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক ও কর্মচারীরা স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। ৮টি চেকের মাধ্যমে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এমপিওর টাকা হস্তান্তর করা হয়েছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment