এমপি হয়েই ১০ কাঠার প্লট চাইলেন বিএনপির রুমিন ফারহানা!
সংবাদ বাংলা: প্রথম বারের মত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। কিন্তু শপথ নেওয়ার পরই তিনি ১০ কাঠার প্লট বরাদ্দের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের বরাবর একটি আবেদন করেন।
গত ৩ আগস্ট ঢাকার পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য আবেদন করেন তিনি। ওই আবেদনের একটি কপি সিলেটভিউ’র হাতে এসেছে। ওই আবেদনে রুমি ফারহানা বলেন, ঢাকা শহরে আমার কোনো জায়গা-ফ্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা বা পেশা নেই। তাই আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়। ওই আবেদনে রুমি ফারহানা’র স্বাক্ষরও রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা পেশায় আইনজীবী। তার বাবা অলি আহাদ একজন ভাষা সৈনিক ও বিশিষ্ট রাজনীতিবিদ। আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানার রয়েছে বাকপটুতা ও ক্ষুরধার যুক্তি। দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে (অলি আহাদের মেয়ে) বেড়ে ওঠা রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
এছাড়া টেলিভিশন টকশোর পরিচিত মুখ হিসেবেই ব্যারিস্টার রুমিন ফারহানা পরিচিত। একাদশ জাতীয় সংসদের আগে বিএনপির মনোনয়ন চেয়ে তিনি আলোচনায় আসেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি।
নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি বেশ। কারণ বিভিন্ন সময় তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত পরিচিতি পান এই নেত্রী। বিএনপি নেতাকর্মীরা মনে করেন দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যক্রর ভূমিকা রাখতে পারবেন রুমিন ফারহানাই।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment