Sangbad Bangla 24

News

 শিরোনাম
  • সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৩৫৬৬৪ টাকা সংবাদ বাংলা: সোনার দামে নতুন রেকর্ড করেছে। ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি করল। আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে...
  • পদ্মায় মুন্সিগঞ্জ বিক্রমপুর পরিব্রাজক ফোরামের নৌভ্রমণ চাষী সিরাজুল ইসলাম: পদ্মায় মুন্সিগঞ্জ বিক্রমপুর পরিব্রাজক ফোরামের নৌভ্রমণ নিয়ে কিছু কথা। গত ১৮ মার্চ ময়ূরপঙ্খি নাওয়ে পদ্মা ভ্রমণের সুখস্মৃতি। সকাল পৌনে সাতটায় ধানমন্ডি থেকে বাসে চেপে বসলাম। গুলিস্তানে এসে...
  • জবি অ্যাকাউন্টিং অ্যালামনাই কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত সংবাদ বাংলা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জবির অ্যাকাউন্টিং বিভাগের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপনের...
  • মীরপুরে এক বেলা আহারের শীতবস্ত্র বিতরণ সংবাদ বাংলা: শীত বস্ত্র বিতরণ করেছে ‘এক বেলা আহার’ সংগঠন। শনিবার  মীরপুরে শরীফ শিক্ষা পরিবার স্কুলের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে  শীতবস্ত্র, কলম ও খাতা বিতরণ করা হয়। এসময় এলাকার বিশিষ্টজন...
  • এক বেলা আহারের শীত বস্ত্র বিতরণ সংবাদ বাংলা: প্রতিবন্ধী ২১৪ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘এক বেলা আহার’। শনিবার সাভারের গান্দারিয়া গ্রামে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এই গ্রামে ২১৪টি প্রতিবন্ধী পরিবার...

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়
ডিসেম্বর ০৪
১৭:১৫ ২০২০

সংবাদ বাংলা: প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র‌্যাঙ্কিং প্রকাশ করে কিউএস। এশিয়ার ৬৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে করা ২০২১ সালের এ তালিকায় এশিয়ায় সেরাদের সেরা হয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। পরপর তিন বছর বিশ্ববিদ্যালয়টি এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে থাকল। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবারের তালিকায় দ্বিতীয় স্থানে আছে। গত বছর বিশ্ববিদ্যালয়টি ছিল সেরা চারে। সেরা ১০ এর তালিকায় সিঙ্গাপুরের আরও একটি বিশ্ববিদ্যালয় আছে। দেশটির নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয় (এনটিইউ) আছে সেরা তিনে। এশিয়ার সেরা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের তালিকার সেরা ৫০০-এর মধ্য চীনের ১২৪টি বিশ্ববিদ্যালয় আছে। এ ছাড়া ভারতের ১০৬টি, জাপানের ৯৮টি ও দক্ষিণ কোরিয়ার ৮৫টি বিশ্ববিদ্যালয় তালিকায় আছে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর
এশিয়ার সেরা এই বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের করা র‌্যাঙ্কিংয়েও আছে। বিশ্বের সেরাদের তালিকায় সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয় আছে তালিকার ১১ নম্বরে। বিশ্ববিদ্যালয়ের ৩টি ক্যাম্পাসের ১৭টি ফ্যাকাল্টিতে ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। বিশ্বের ১০০টি দেশের শিক্ষার্থী পড়েন এই বিশ্ববিদ্যালয়ে।
সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চীন
চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়টি একাডেমিক কারণে সুপরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের এ বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং লিটারেটার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনের জন্য বিশ্বের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন।
নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়
নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়সহ সিঙ্গাপুরের ২টি বিশ্ববিদ্যালয় শীর্ষ ১০–এ আছে। গবেষণাকর্মের জন্য প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়টি। নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়টি ডিজিটাল টেকনোলজি এ স্মার্ট ক্যাম্পাসের জন্য সুপরিচিত। আলী বাবা, রোলস রয়েস, ভলভো, ডেল্টা ইলেকট্রনিকস ও সিংটেলের মতো কোম্পানির সঙ্গে পার্টনারশিপ আছে নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের।
ইউনিভার্সিটি অব হংকং (এইচকেইউ), হংকং
হংকংয়ের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব হংকং (এইচকেইউ)। গত বছরের এশিয়ার তৃতীয় থাকা বিশ্ববিদ্যালয়টি এবার এক ধাপ নেমে গেছে। ফ্যাকাল্টি ও আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির জন্য সুনাম আছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের। একাডেমিক মান ও গবেষকদের কারণে ইউনিভার্সিটি অব হংকং শুধু এশিয়ার সেরা নয়, বিশ্বেরও সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। কিউএসের করা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তালিকায় বিশ্ববিদ্যালয়টি আছে ২২তম স্থানে।
ঝিজিয়াং ইউনিভার্সিটি, চীন
সেরা পাঁচে থাকা চীনের ঝিজিয়াং ইউনিভার্সিটি ১৮৯৭ সালে যাত্রা শুরু করে। বিশ্বের ১৮০টি ইনস্টিটিউট ও ৩০টি দেশের সঙ্গে পার্টনারশিপ আছে এই বিশ্ববিদ্যালয়ের। পিএইচডিধারীর সংখ্যা এবং আন্তর্জাতিক ফ্যাকাল্টির জন্য পরিচিত বিশ্ববিদ্যালয়টি।
ফুদান ইউনিভার্সিটি, চীন
এক ধাপ এগিয়ে ছয়ে এবার চীনের ফুদান ইউনিভার্সিটি। সাংহাইয়ের অন্যতম এ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়ারা বিশ্বে বিভিন্ন সংস্থা ও করপোরেশনে কাজ করছেন। এর মধ্যে বিশ্বব্যাংকের পরিচালকও হয়েছেন।
পিকিং ইউনিভার্সিটি, চীন
এবার পিকিং ইউনিভার্সিটির র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে। দুই ধাপ নেমে বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখন সাত। রাজধানী বেইজিংয়ের এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি একাডেমিক ও কর্মীদের কারণে এশিয়ার শীর্ষে। ১৮৯৮ সালে যাত্রা শুরু হয়। তবে যাত্রার শুরুতে নাম ছিল ইমপেরিয়াল কলেজ। পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাস ও ঐতিহ্যবাহী চীনা স্থাপত্যরও জন্য পরিচিত পিকিং ইউনিভার্সিটি।
দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হংকং
হংকংয়ের দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইচকেকিউএসটি) প্রধান চারটি বিভাগ হলো দ্যা স্কুল অব সায়েন্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশাল সায়েন্স। এগুলোর পড়াশোনার মান বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বে পরিচিত করিয়েছে।
ইউনিভার্সিটি মালায়া, মালয়েশিয়া
ইউনিভার্সিটি মালায়া মালয়েশিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয়, যেটি সেরা ১০–এ জায়গা করে নিয়েছে। ৯ নম্বরে থাকা বিশ্ববিদ্যালয়টি গত বছর যৌথভাবে ছিল ১৩তম। ইউনিভার্সিটি মালায়ার চার ধাপ উন্নয়নের কারণ হলো আন্তর্জাতিকভাবে গবেষণা কাজের স্বীকৃতি। শুধু গবেষণা খাতে এই বিশ্ববিদ্যালয় এশিয়ায় শীর্ষে। দেশটির রাজধানীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে ২৪ হাজার ৭৭০ জন স্নাতক ও স্নাতকোত্তরে পড়ছেন। শিক্ষার্থীদের মধ্যে ১৫ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী।
সাংহাই জিও টং ইউনিভার্সিটি, চীন
এবার ১০ হলে বিশ্ববিদ্যালয়টি গত বছর ছিল সেরা ৭-এ। ১৮৯৬ সালের যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি চীনের অন্যতম পুরোনো বিশ্ববিদ্যালয়। ১৬ হাজার ২২০ শিক্ষার্থী স্নাতক (আন্ডারগ্রাজুয়েট) পড়েন। আর পোস্ট গ্রাজুয়েটে ২১ হাজার ৯৬৮ শিক্ষা পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়টিতে।

০ Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Leave a Reply

ফটো গ্যালারি

This slideshow requires JavaScript.

কারবার স্মৃতিতে অনন্য হোসনি দালান

ঢাকাইয়া বনেদি খাবার