কম দামের আইপ্যাড আনছে অ্যাপল
মার্চ ২৬
১১:৪৯
২০১৮
সংবাদ বাংলা: গ্রাহকদের জন্য অপেক্ষাকৃত কম দামে আইপ্যাড আনছে অ্যাপল। আগামীকাল অনুষ্ঠিতব্য অ্যাপল ইভেন্টে নতুন এই আইপ্যাডটি উন্মোচন করা হতে পারে। আর এই আইপ্যাডটি হবে ৯ দশমিক ৭ ইঞ্চি। জানিয়েছে প্রযুক্তি সংবাদ মাধ্যম দ্য ভার্জ। প্রতিবেদনে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ব্যবহারোপযোগী করে তৈরি করা হয়েছে এই আইপ্যাড। শিক্ষা সফটওয়্যার সমৃদ্ধ এই প্যাডে রয়েছে একটি পেন, যার মাধ্যমে আঁকাআঁকির কাজ খুব সহজে করা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে, আইপ্যাডটির দাম রাখা হবে ২৫৯ থেকে ৩২৯ ডলার। নতুন এই আইপ্যাড দিয়ে শিক্ষা বাজারে গুগল ও মাইক্রোসফটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছে অ্যাপল। কম মূল্যের আইপ্যাডটি শ্রেণিকক্ষে ব্যবহারোপযোগী হবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। তাই তাদের উপযোগী করেই দাম নির্ধারণ করা হতে পারে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment