কর্মকর্তাকে মারধর; জবি ছাত্রলীগ কর্মী বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একজন কর্মকর্তা ও জবি শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান মিলনকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুজি কালার ল্যাবের গলিতে মোস্তাফিজুর রহমান মিলনকে বেধরকভাবে মারধর করে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের কর্মী রাজিব বিশ্বাস।
জানা গেছে, বিকাশে টাকা পাঠানোকে কেন্দ্র করে রাজিব বিশ্বাস ও মিলনের সাথে কথা কাটাকাটি হয়। মিলন তাঁর পরিচয় দেয়ার পরও রাজিব বিশ্বাস মিলনের গায়ে হাত তোলে। এক পর্যায় মিলন বলে আমি সভাপতি তরিকুল ইসলামের বড় ভাই, আমার গাঁয়ে হাত তুলনা। সে সময় রাজিব বিশ্বাস বলে তরিকুল কে? আর তরিকুলের
বড় ভাই হওয়াতে আমার কিছু আসে যায় না। এ বলে রাস্তায় ফেলে বেধরক মারধর করে রাজিব বিশ্বাস। আহত মিলককে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে ২০১৬ সালের ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজিব বিশ্বাসকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবার গত বছরের ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দোকান বসানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় রাজিব বিশ্বাসকে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কার করেছিল।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment