কাজী শহীদুল্লাহ্ ইউজিসির চেয়ারম্যান
সংবাদ বাংলা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্। আগামী চার বছরের জন্য ইউজিসির চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী শহীদুল্লাহকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং ১০/৭৩)-এর ৪(১)(এ) ও ৪ (৩) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। চেয়ারম্যান হিসেবে তাঁর মেয়াদ হবে চার বছর। তিনি প্রচলিত বিধি বিধান অনুযায়ী বেতনভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগাদেশ তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
এর আগে গত ৮ মে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন কমিশনের জ্যেষ্ঠতম সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। গত ৭ মে চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান নিয়োগের মেয়াদ শেষ হয়। ২০১৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নানকে ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছিল।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment