কামিল প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ
সংবাদ বাংলা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা-২০১৯ এর ফলাফল ঘোষণা করেন। সারা দেশের কামিল স্নাতকোত্তর প্রথম পর্বে ৪৭ হাজার ৪০৮ জনের মধ্যে উত্তীর্ন হয়েছেন ৪৫ হাজার ৩৮৯ জন। পাসের হার ৯৫ দশমিক ৭৪ শতাংশ। দ্বিতীয় পর্বে ২৩ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ৮৩০ জন। পাসের হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০ হাজার ৮২৯ জন। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে।
ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সকলকে স্ব-স্ব ক্ষেত্রে মেধা ও যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উজ্জ¦ল করার জন্য আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার এস.এম. এহসান কবীর, রেজিস্ট্রার এ. এস. মাহমুদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. গাউসুল আজম, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মো. জিয়াউর রহমান প্রমুখ।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment