কেরালায় নামার সময় উড়োজাহাজ দু’টুকরো
আগস্ট ০৭
২২:২৬
২০২০
সংবাদ বাংলা: দুবাই থেকে ১৯১ জন আরোহী নিয়ে ভারতের কেরালায় নামার সময় রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইনডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজ। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালার কোঝিকোড় (কালিকট) বিমানবন্দরে অবতরণের সময় ফ্লাইট আইএক্স ১৩৪৪ দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। সে সময় কেরালায় প্রবল বৃষ্টি হচ্ছিল। বিমানটি ভেঙে গেছে, তবে আগুন লাগে নি সেটিতে। বিমানটিতে ক্র্যু ও যাত্রী মিলিয়ে ১৯১ জন ছিলেন বলে জানা যাচ্ছে। তাদের উদ্ধার করার কাজ চলছে। অন্তত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানটি দুবাই থেকে আসছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে তুমুল বৃষ্টির মধ্যে কেরালার কারিপুর বিমানবন্দরে অবতরেণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায় ও পাশের একটি উপত্যকায় পড়ে যায়। বিমানটি এসময় ভেঙে দু টুকরো হয়ে যায়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment