কোটা আন্দোলন প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের
সংবাদ বাংলা: আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের উপওে আক্রমণ করায় পুলিশ তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করেছে। উপাচার্যের বাসভবনে যে হামলা ও তান্ডব করা হয়েছে তা ২৫শে মার্চের কালো রাতকে হার মানিয়েছে। আসলে তাদেও আন্দোলনের মূল উদ্দেশ্য ছিলো বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচায’ বাসভবনে ভাঙচুর, লুটপাট, ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এই সমাবেশ থেকে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ। এর আগে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ঘুরে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment