কোটা পদ্ধতি বাতিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সংবাদ বাংলা: কোটা পদ্ধতির সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের কথা জানিয়েছেন। আজ বুধবার সংসদে এক প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এখন থেকে সব কোটা পদ্ধতি বাতিল।
সংসদে বিষয়টি ওঠার পর বক্তব্যের প্রায় প্রতিটি ছত্রে আন্দোলন নিয়ে বিরক্তি প্রকাশ করেন সরকার প্রধান শেখ হাসিনা। তাদের দাবি শুনে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার আশ্বাস দেওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আন্দোলনকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আন্দোলন যথেষ্ট করেছে, এবার তারা বাড়ি ফিরে যাক। আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে এতে জড়িতদের শাস্তির কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা ভাংচুর লুটপাটে জড়িত, তাদের বিচার হতে হবে। লুটের মাল কোথায় আছে, তা ছাত্রদেরই বের করে দিতে হবে।
সংসদে কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল বক্তব্য…
There are no comments at the moment, do you want to add one?
Write a comment