কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক
সংবাদ বাংলা: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মনে করছেন সিলিটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, কোটা প্রথার সুযোগে মুক্তিযুদ্ধকে অসম্মান করার একটা সুযোগ তৈরি হয়েছে, যা কোনোভাবেই প্রহণযোগ্য নয়। আমি কোনোভাবেই কোটার পক্ষে না। একটি কোটা একবার ব্যবহার করা যায়, ৪-৫ বার ব্যবহার কোনোভাবেই ফেয়ার না। তিনি বলেন, বিদ্যমান কোটা ব্যবস্থা কোনোভাবেই যৌক্তিক, স্বচ্ছ নয়। পৃথিবীর অনেক দেশেই কোটা রয়েছে। কিন্তু সেটা যুক্তিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মেধাবীর চেয়ে কোটার সংখ্যা বেশি। এটা কেমন কথা। এটা মোটেই যুক্তিপূর্ণ না, কোনোভাবেই না। তিনি এ অবস্থার অবসান দাবি করেন। ছাত্রদের দাবি যৌক্তিক উলেখ করে বলেন, তারা কোটার সংস্কার চাইছে, পৃথিবীর সব জায়গাতেই সংস্কার হয়। এখানেও হওয়া উচিত। আমার সবচেয়ে দুঃখ লাগছে, মানুষজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে। মুক্তিযোদ্ধাদের আমরা এতো ভালোবাসি, কিন্তু এ বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধাদের অসম্মান করার সুযোগ হয়েছে। এখন বলার সুযোগ তৈরি হয়েছে যে মুক্তিযোদ্ধাদের বাচ্চাকাচ্চাদের জন্য মেধাবীরা চাকরির সুযোগ পাচ্ছে না। শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা প্রসঙ্গে প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ জাফর ইকবাল আরো বলেন, ছাত্রদের উপর এ হামলা বাড়াবাড়ি। এটা যেন বিস্ফোরণের পর্যায়ে না যায়। এ হামলার ঘটনায় আমি সত্যিই মর্মাহত। ছাত্রদের গায়ে হাত দেয়া খুবই খারাপ। সব ক্যাম্পাসেই দেখি পুলিশ মোতায়েন। এমনটি আগে ছিল না। কারণ পুলিশ ঢুকতে আগে ক্যাম্পাসে প্রক্টরের অনুমতি লাগতো। এটা ঠিক হচ্ছে না।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment