কোটা সংস্কার: মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ ডাক ২৪ এপ্রিল
সংবাদ বাংলা: জাতীয় অস্তিত্ব রক্ষা ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে ২৪ এপ্রিল বেলা দুইটায় শাহবাগে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ। পরিষদের নেতারা বলছেন, কোটা সংস্কারের নামে স্বাধীনতাবিরোধীরা অপচেষ্টা চালাচ্ছে। মুক্তিযোদ্ধারা এই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকতে পারে না। এ লক্ষ্যেই মহাসমাবেশ করা হবে। সেই সমাবেশ থেকে জাতীয় অস্তিত্ব রক্ষা ও স্বাধীনতার বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন শেষে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী বলেন, এই কোটার নাম করে কেন মুক্তিযোদ্ধাদের অপমান করা হলো? আমরা তো বাকি জীবন একটা গৌরব নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমরা কোটা নিয়ে মোটেও আন্দোলন করছি না। এটা সরকারের বিষয়। কোটা সিদ্ধান্ত নেবে সরকার।
আবদুল আহাদ চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সব কোটা বাতিল। আমরা মেনে নিয়েছি। উনি যদি আবার বলেন আবার দেবেন। সে ব্যাপারে আমাদের কোনো বিতর্ক নেই। আমরা শুধু বলছি, মান না দেন অন্তত অপমান করবেন না।
মুক্তিযোদ্ধাদের ছয়টি নিবন্ধিত সংগঠন নিয়ে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ গঠিত। আজকের সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব মো. মিনহাজুর রহমান, আবদুস সালাম মজুমদার, সেলিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment