কোটি টাকা দুর্নীতি মামলায় সাব রেজিস্ট্রার গ্রেপ্তার
সংবাদ বাংলা: দুই কোটি ৩৮ লাখ টাকা দুর্নীতির মামলায় পাবনা সদর উপজেলার সাব-রেজিস্ট্রার মো. ইব্রাহিম আলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের পোস্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
গত বছরের ১৫ অক্টোবর ইব্রাহিমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা। ওই মামলায় আসামির বিরুদ্ধে দুই কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ (২) ধারায় অভিযোগ আনা হয়। পরে গত মার্চে ইব্রাহিম আলীর দুর্নীতি সংক্রান্ত স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করতে আদেশ দেয় আদালত।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment