ক্যারিয়ার অগ্রগতিতে অনলাইন কোর্স
সংবাদ বাংলা: করোনা মহামারির এই প্যানডামিক পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে চলছে অনলাইন ক্লাস। এরপরেও দিনে যথেষ্ট সময় পাওয়া যায় অতিরিক্ত কিছু করার বা কিছু শেখার। মহামারী পরবর্তী বিশ্বে চাকরির বাজারে কঠিন প্রতিযোগিতায় পড়তে হবে তরুণদের। শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর লেখাপড়া শেষ করে এই প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখতে শাণিত করতে হবে নিজের যোগ্যতাকে। নানাভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। অনলাইন থেকেই করতে পারেন গুরুত্বপূর্ণ কিছু কোর্স, যেগুলো কর্মক্ষেত্রে সবসময় এগিয়ে রাখবে।
ঘরে বসেই শিখে নিতে পারেন তথ্য প্রযুক্তির নানা কারিগরি শিক্ষা। এর জন্য বেশ জনপ্রিয় গুগল আইটি সাপোর্ট কোর্সটি (https://bit.ly/2xRS3HC, https://bit.ly/34hccmU)। এখন পর্যন্ত কয়েক লাখ শিক্ষার্থী এ কোর্স সম্পন্ন করেছে। গুগল আইটি অটোমেশন, ক্লাউড আর্কিটেকচার, মেশিন লার্নিংসহ বিভিন্ন কোর্সও অনলাইন থেকে করা যাবে সরাসরি। এ ছাড়া মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ডসহ বিভিন্ন সফটওয়্যারের কাজও শিখতে পারেন ঘরে বসেই।
একাধিক ভাষায় দক্ষতা ক্যারিয়ারে আপনাকে এগিয়ে রাখবে। এ ছাড়া উচ্চতর পড়াশোনা বা গবেষণার জন্য শিখতে পারেন ইংরেজির মতো আন্তর্জাতিক ভাষা। ভাষাশিক্ষা, যোগাযোগ দক্ষতা, প্রেজেন্টেশন তৈরিসহ বিভিন্ন বিষয়ে কোর্স করতে পারেন অনলাইনেই। আইইএলটিএস, টোয়েফেলের মতো ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষার প্রস্তুতি সেইসঙ্গে চীনা বা জার্মান ভাষা শেখার সুযোগ মিলছে এডেক্স আর কোর্সেরার মতো অনলাইন সাইটে (https://www.coursera.org/)।
অনলাইন কোর্সের জন্য বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে যুক্তরাজ্যের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স নিয়ে কোর্স করতে পারেন খুব সহজে। হার্ভার্ডের ‘সিএস৫০ ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স’ নামে কোর্সটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ১২ সপ্তাহের কোর্সটিতে অনলাইনে প্রোগ্রামিং এবং কম্পিউটার সায়েন্সের নানা বিষয় শেখা যায় এই কোর্সটিতে (https://bit.ly/2x4rDT3)
গ্রাফিকস ডিজাইনের কোর্স করেও আপনার কারিগরি দক্ষতা বাড়াতে পারেন। এখন অনলাইন মার্কেটিংয়ের যুগে ক্যারিয়ার গড়তে এই দক্ষতা আপনাকে বেশ সহায়তা করবে। যে কোনো মাল্টিমিডিয়া বা এড ফার্মের জন্য এমন কোর্স বলতে গেলে বাধ্যতামূলক। অনলাইন থেকেই শিখে নিতে পারেন গ্রাফিকসের ডিজাইন কোর্সে (https://www.coursera.org/specializations/graphic-desig)।
অ্যাকাডেমিক সময়ের ফাঁকে অনলাইনের এসব কোর্স বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বিশ্বে এ ধরনের অনলাইন কোর্সগুলোর চাহিদাও দিন দিন বাড়ছে। প্রতিযোগিতার এই যুগে নানা ধরনের প্রফেশনাল এই কোর্স করার মাধ্যমে নিজেকে এগিয়ে রাখার চেষ্টা সবার মধ্যেই লক্ষ করা যাচ্ছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment