গাজায় আরো হামলা হুমকি ইসরায়েলের
সংবাদ বাংলা: এরই মধ্যে গাজা-ইসরায়েল সীমান্তে ইসরাইলের সেনাবাহিনীর গুলিতে ১৬ জন নিহত ও প্রায় দেড় হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন৷ ফিলিস্তিনিরা সীমানা অতিক্রমের চেষ্টা করলে হামলার প্রকৃতি আরো কঠোর হবে বলে হুঁশিয়ার করেছে ইসরায়েল৷ ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রোনেন ম্যানেলিস শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন৷ তিনি বলেন, শুধু সীমান্তে নয়, বাড়াবাড়ি করলে ‘অন্যান্য জায়গায়’ গিয়েও খুঁজে খুঁজে সন্ত্রাসীদের মারা হবে৷ এর আগে হাজারো ফিলিস্তিনি গাজা সীমান্তে বিক্ষোভে জড়ো হলে তাদের ওপর গুলিবর্ষণ করে ইসরায়েলের সেনাবাহিনী৷ ২০১৪ সালের পর এই প্রথম এতটা রক্ত ঝরল ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষে৷
এদিকে, শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘটনায় একটি ‘স্বাধীন ও স্বচ্ছ’ তদন্তের আহ্বান জানিয়েছেন৷ গাজা উপত্যকায় পরিস্থিতির আরো অবনতি হবার আশঙ্কা থেকে এ আহ্বান জানান তিনি৷ নিরাপত্তা পরিষদে ঘটনার পর তাৎক্ষণিক শুনানি হয়৷
There are no comments at the moment, do you want to add one?
Write a comment