গাজীপুর-খুলনায় আ.লীগের মনোনয়ন চান ১৭ জন
সংবাদ বাংলা: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন মনোনয়নপ্রত্যাশী তাঁদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গাজীপুরে ১০ জন ও খুলনায় ৭ জন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১৫ ও ১৬ এপ্রিল পর্যন্ত। ২৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মো. মতিউর রহমান, সুমন আহমেদ শান্ত বাবু, কাজী আলিম উদ্দিন, আবদুর রউফ, মো. ওয়াজউদ্দিন মিয়া ও মো. শামসুল বারী।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী এনায়েত হোসেন, মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার আনিসুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. শহীদুল হক, শেখ মোশাররফ হোসেন, শেখ সৈয়দ আলী এবং মো. আশরাফুল ইসলাম।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment