গ্যাসের দাম বাড়ছে
সংবাদ বাংলা: এই দফায় বাণিজ্যিক ব্যবহারে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনার কথা ফের জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না। বুধবার বিদ্যুৎভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।
আগামী মে মাসের মাঝামাঝিতে আমদানি করা ৫০০ এমএমসিএফডি গ্যাস জাতীয় পাইপ লাইনে যুক্ত হতে যাচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। প্রচলিত বাজারের চেয়ে আমদানি মূল্য বেশি হওয়ায় মূল্য সমন্বয় করা প্রয়োজন বলে মনে করছে বিতরণ সংস্থাগুলো। তিতাস, বাখরাবাদসহ অন্যান্য গ্যাস বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যেই দাম বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসিতে দিয়েছে।
গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে কি না- জানতে চাইলে তিনি বলেন, এখনই বিদ্যুতের দাম বাড়বে বা বাড়াতে হবে বলে আমি মনে করি না। দামের ব্যাপারে কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না। বেশি দামে গ্যাস আমদানি করতে হলেও তা বিদ্যুৎ উৎপাদনে সুফল দেবে বলে মনে করছেন প্রতিমন্ত্রী।
এখানে অনেকগুলো ডুয়েল ফুয়েল পাওয়ার স্টেশন রয়েছে, গ্যাসের সঙ্কটের কারণে এগুলো উচ্চমূল্যের তেলে চালাতে হচ্ছে। গ্যাস পর্যাপ্ত হলে তখন আর তেলে চালাতে হবে না। এগুলো তখন গ্যাসে চলবে। গ্যাসের দাম বাড়লেও সেটা বর্তমানের তেলের দামের চেয়েও কম হবে বলে আশ্বস্ত করেন তিনি।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment