গ্রিন ইউনিভার্সিটিতে ‘কোথায় আমার স্বাধীনতা’ নাটক মঞ্চস্থ
সংবাদ বাংলা: স্বাধীনতার পর কয়েক দশক পার করেছে বাংলাদেশ। একাত্তরের বীর যুবক আজ যৌবন পেরিয়ে বার্ধক্যে পৌঁছেছেন। অনেকে বেঁচেও নেই। মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। সত্যিই কী স্বাধীন? হলে কতটা? বিজয়ের মাসে এমন প্রশ্নের উত্তর খুঁজতেই মঙ্গলবার ‘কোথায় আমার স্বাধীনতা’ শীর্ষক নাটক মঞ্চস্থ করেছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। বিশেষ অতিথি হিসেবে কথা বলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. পারভেজ আহমেদ আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সামদানী ফকির বলেন, তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা নিয়ে চিন্তা-ভাবনা করে। যে চেতনার আলোকে দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। এর আলোকেই আগামীতে সুখী-সমৃদ্ধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখার আহবান জানান।
পরে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব ও রিডিং ক্লাবের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকটি মঞ্চস্থ হয়। নাটকে মারুফ আহমেদ, আল-আরশিয়ান নয়ন, আরাফাত রানাসহ অনেকেই অংশ নেন। এর আগে অনুষ্ঠিত হয় দেশীয় গান ও বর্ণাঢ্য নৃত্যনুষ্ঠান।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment