গ্রিন ইউনিভার্সিটিতে শেক্সপিয়র উৎসব
সংবাদ বাংলা: নাটক মঞ্চায়ন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী শেক্সপিয়র উৎসব-২০১৮ উদ্যাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার। বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র স্মরণে বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ক্লাব এই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু জাফর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেকুজ্জামান ইলিয়াস, গ্রিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে এম ওয়াজেদ কবির, সহকারী অধ্যাপক শামীম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবে বিভাগীয় শিক্ষক আশিক ইসতিয়াকের পরিচালনায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শেক্সপিয়র রচিত বিখ্যাত নাটক ‘ওথেলো’ ও ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ পরিবেশন করা হয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment