‘ঘুষখোর’ সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত
সংবাদ বাংলা: নিজের দপ্তরে বসে ঘুষ নেওয়ার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের আড়াইহাজারের খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার এছহাক আলী মন্ডলকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। নিবন্ধক অধিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে রোববার তাকে বরখাস্ত করা হয়।
এতে বলা হয়, গত ২২ মার্চ আড়াইহাজার সাব-রেজিস্ট্রি অফিসে খন্ডকালীন দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণ করে দালিল রেজিস্ট্রি করার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আপনি আড়াইহাজার অফিসে খন্ডকালীন দায়িত্ব পালনকালে টেবিলের উপরে ফাইলের স্তূপ, প্রতিটি ফাইল স্বাক্ষর করার আগে ঘুষ নিচ্ছেন এবং পাশ থেকে একজন ফাইল এগিয়ে দিচ্ছেন আর প্রতিটি ফাইলের সঙ্গে টাকা নিয়ে ড্রয়ারে রাখছেন এবং ফাইল স্বাক্ষর করার পর টাকা আপনার প্যান্টের পকেটে ঢুকাচ্ছেন।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment