চাকরির কোটা তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী: ছাত্রলীগ
সংবাদ বাংলা; সরকারি চাকরির সব কোটা তুলে দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলন প্রবল রূপ পাওয়ার মধ্যেই বুধবার দুপুরে ফেইসবুকে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইনের এই বার্তা আসে।
যোগাযোগ করা হলে ছাত্রলীগের সভাপতি সোহাগ বলেন, প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি, তিনি আমাদের বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকবে না । ফেইসবুকে আসা পোস্ট তারাই দিয়েছেন বলে জানান তিনি। সোহাগ বলেন, সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা আসতে পারে।
সরকারের তরফ থেকে কোটা বাতিলের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনও আসেনি। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, প্রধানমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব দিয়েছেন, তারা (কর্মকর্তারা) কাজ করছেন, তারা কাজ করুক তারপর আপনারা জানতে পারবেন। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, কোন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। একটু ধৈর্য ধরুন। এই আন্দোলন বিদ্বেষ বা বিভাজনের রাজনীতির শিকার যেন না হয়। প্লিজ ধৈর্য ধরুন, প্রধানমন্ত্রী বিকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলবেন, তিনি কি বলবেন তার মুখ দিয়ে শুনুন।ছাত্রলীগ নেতাদের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, আমরা ছাত্রলীগ সভাপতি সোহাগের স্ট্যাটাস দেখেছি। অন্য কারও মুখ থেকে নয়, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ও সরাসরি সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াব না।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment