চীনের করোনা টিকার বড় চালান ঢাকার পথে
জুন ৩০
১৩:৩৩
২০২১
সংবাদ বাংলা: চীন থেকে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মার তৈরি ২০ লাখ টিকা আগামী দুই তিন দিনের মধ্যে ঢাকায় এসে পৌঁছবে। চীনের বেইজিংয়ে টিকার চালান পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে।
চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাসে আজ বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘চীন থেকে কেনা ভ্যাকসিনের প্রথম ব্যাচে ২০ লাখ ডোজ বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে।মহামারীটির নতুন তরঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে চীন বাংলাদেশী বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।’
চলতি বছরের মার্চে চীনের সিনোফার্মের দেড় কোটি এবং রাশিয়ার স্পুটনিক-ভির এক কোটি টিকা কিনতে সরকার আলোচনা শুরু করে। ইতিমধ্যে দুই দফায় উপহার হিসেবে বাংলাদেশকে ১১ লাখ টিকা দিয়েছে। এই টিকা বর্তমানে দেওয়া হচ্ছে। বিভিন্ন কারণে কিছু জটিলতা তৈরি হয়।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment