ছবিতে শিখ পুলিশ হয়েও কৃষক বিক্ষোভ নিয়ে চুপ! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড
ডিসেম্বর ১৫
১৩:৫৩
২০২০
সংবাদ বাংলা: গত কয়েক দিন ধরে দিল্লি সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। দাবি, নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে। কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছেন বহু পাঞ্জাবি অভিনেতা, গায়ক। কিন্তু বলিউডের বড় অংশ এখনও চুপ।
এই নিয়েই বিতর্কে জড়ালেন সালমান খান। আগামী ছবিতে শিখ পুলিশের ভূমিকায় অভিনয় করছেন সালমান। ছবির নাম ‘অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ’। সেই ছবির লুক পোস্ট করেছেন সলমন। তার পরেই সোশ্যাল মিডিয়ায় সরব বহু নেটিজেন। তাঁদের বক্তব্য, ‘কৃষক বিক্ষোভ নিয়ে কিছু বলুন। তা না করে শিখ পুলিশদের নিয়ে ছবি করার দরকার নেই।’
আর এক নেটিজেন লিখলেন, ‘শিখদের নিয়ে ছবি তৈরি করে টাকা কামাবেন। অথচ তাঁদের যখন প্রয়োজন, তখন চুপ।’ আর এক নেটিজেন তাঁকে ‘নকল শিখ’ লিখলেন। সেই সঙ্গে বললেন, ‘কৃষক এবং তাঁদের সমর্থকদের যেমন খালিস্তানি জঙ্গি, আইএসআই–এর লোক বলছেন, তেমন ওই শিখ পুলিশকেও দেখাবেন।’
এর আগে নিজের খামারবাড়িতে কাদে মেখে একটি ছবি পোস্ট করেছিলেন সলমন। সেই নিয়েও ট্রোলড হয়েছিলেন। অনেকেই লিখেছিলেন, ‘নকল কৃষক হওয়ার চেষ্টা করছেন তারকা।’ এর পর পরিস্থিতি সামাল দিতে ট্রাক্টরে চেপে চাষ করার ছবিও দিয়েছিলেন। তাতেও বরফ গলেনি।
বলিউডের বেশিরভাগ তারকা চুপ থাকলেও প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, সোনু সুদ, জিসান আয়ুব, রীতেশ দেশমুখ, কপিল সিবাল, রিচা চাড্ডার মতো অনেকেই কৃষকদের হয়ে মুখ খুলেছেন। কৃষকদের পাশে প্রতিবাদে বসেছেন দিলজিৎ সিং দোসাঞ্জ।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment