ছাত্রলীগ যেন ভুল না করে
এপ্রিল ১১
১৬:২২
২০১৮
মুহম্মদ জাফর ইকবাল: যখন সরকার কোনো আন্দোলনের সম্মুখীন হয় তখন সরকারের পুলিশ বাহিনীর সঙ্গে ছাত্রলীগও এসে পড়ে। ছাত্রলীগ যারা করে তারাও তো ছাত্র; তারা পড়াশোনা করবে। তারা যেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাত সৃষ্টি করে ভুল না করে।
তরুণ প্রজন্মের ওপর আমার আস্থা রয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ আন্দোলনে তরুণরা নেতৃত্ব দিয়েছে। আমি আশা করব তারা যেন সঠিক সিদ্ধান্ত নেয়। ৫৬ শতাংশ কোটা এক হিসেবে অনেক বেশি। একসময় হয়ত এটার প্রয়োজন ছিল, তবে তা এখন একটা সঙ্গত সংখ্যায় নামিয়ে আনা দরকার।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment