ছুটিতে ঢাকা ছেড়েছিলেন ১ কোটি ৪ লাখ ফিরেছেন ৮ লাখ
জুলাই ২৪
০০:৩১
২০২১
সংবাদ বাংলা: এবারের ঈদের ছুটিতে ২২ জুলাই পর্যন্ত বিভিন্ন অপারেটরের ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে গেছেন। তবে, ছুটি শেষে ২২ জুলাই ঢাকা ফিরেছেন আট লাখ ২০ হাজার ৫১৬ সিম ব্যবহারকারী। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানান।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে তিনি এ সংক্রান্ত একটি ছবি সংযুক্ত করেছেন। এতে বলা হয়, গত ১৫ জুলাই মোট ৭ লাখ ৩১ হাজার ৪৬৯ জন, ১৬ জুলাই মোট ৯ লাখ ৬২ হাজার ২১৮ জন, ১৭ জুলাই মোট ৯ লাখ ২৬ হাজার ৮৭২, ১৮ জুলাই ১০ লাখ ৭৪ হাজার ৬৮৭, ১৯ জুলাই ১৭ লাখ ৭৮ হাজার ৮০২ জন, ১৯ জুলাই ২৭ লাখ ৯৩ হাজার ৫১৪, ২০ জুলাই ২৭ লাখ ৯৩ হাজার ৫১৪, ২১ জুলাই ১১ লাখ ৮৬ হাজার ৪২১, ২২ জুলাই ১০ লাখ ৪০ হাজার ৭০০ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
এর বিপরীতে ২২ জুলাই ঢাকা ফিরেছেন ৮ লাখ ২০ হাজার ৫১৬ সিম ব্যবহারকারী। এর মধ্যে গ্রামীণের গ্রাহক দুই লাখ ২৪ হাজার ৭০৯ জন, রবির গ্রাহক তিন লাখ আট হাজার ৪৯১ জন, বাংলালিংকের গ্রাহক দুই লাখ ৪৬ হাজার ১৫২ জন গ্রাহক ও টেলিটকের গ্রাহক ৩৯ হাজার ১৬৪ জন।
এর আগে, গত রোববার টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছিলেন, ১৫ ও ১৬ জুলাই গ্রামীণ ফোনের সাত লাখ ৭৪ হাজার ৮৮৪ জন, রবির তিন লাখ ৪২ হাজার ৮২ জন, বাংলালিংকের চার লাখ ৬৪ হাজার ৪৯২ জন ও টেলিটকের এক লাখ ১২ হাজার ২২৯ জন ব্যবহারকারী ঢাকা ছেড়েছিলেন। করোনা মহামারির বর্তমান পরিস্থিতিতে কত মানুষ ঢাকা ছেড়েছেন সে বিষয়ে ধারণা পেতে এই হিসাবটি রাখা হচ্ছে।
There are no comments at the moment, do you want to add one?
Write a comment